নিজস্ব প্রতিবেদন: দিদিমা নাতিকে নিয়ে থানায় ধরনা দিচ্ছেন! ঘটনার সূত্র তাঁর মেয়ের অস্বাভাবিক মৃত্যু। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খোদ কলকাতায় বধূমৃত্যু। রবিবার শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক মহিলার দেহ। মৃতের নাম সুস্মিতা দে (৩৮)। চেতলার বাসিন্দা। আজ, মঙ্গলবার মৃতের মা ও বছরনয়েকের ছেলে এখনও অপরাধী গ্রেফতার না হওয়ার অভিযোগে থানায় অভিযোগ জানাতে গিয়েছেন।


সুস্মিতার বাপের বাড়ির হাওড়ায়। তাঁর বাপের বাড়ির লোকজন সুস্মিতার ওপর তাঁর শ্বশুরবাড়ির লোকজনের শারীরিক অত্যাচারের অভিযোগই তোলেন। যদিও ২৪ ঘণ্টায় থানায় কোনও অভিযোগ করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। গতকাল তাঁদের চাপাচাপিতে শেষ পর্যন্ত অভিযোগ নেয় পুলিস। সুস্মিতার স্বামী-সহ তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয় সেখানে। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এর প্রতিবাদে এখনও সুস্মিতার দেহও নেননি তাঁর বাপের বাড়ির লোকজন। সুস্মিতার দেহ আজ নিয়ে তিন দিন হল এসএসকেএমের মর্গে পড়ে রয়েছে।


কেন এখনও কেউ গ্রেফতার হল না, এ নিয়ে ক্ষোভ জানাতে আলিপুর থানায় গিয়েছেন সুস্মিতার মা ও ন'বছরের ছেলে। সুস্মিতার বাপের বাড়ির আইনজীবী সুস্মিতার দেহের ফের ময়নাতদন্তের দাবি জানিয়েছেন।


সুস্মিতার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে তাঁদের তরফের কোনও বক্তব্যও পাওয়া যায়নি। 


আরও পড়ুন: এ রাজ্যে বিজেপি-র মিশন ২০২১! শুরু হল ঘুঁটি সাজানোর খেলা