COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


নিজস্ব প্রতিবেদন: বাড়িওয়ালা-ভাড়াটে ঝামেলা। তাতেও লাগল রাজনীতির রং।যুযুধান দুপক্ষের হয়ে আসরে কাউন্সিলর-মন্ত্রী। উত্তপ্ত টালিগঞ্জের গোপাল ব্যানার্জি লেন। 


অজয় গুপ্তা ও হিমাংশু সাহা। ভাড়াটে-বাড়িওয়ালা। দুপক্ষের মধ্যে গণ্ডগোল বহুদিনের। হিমাংশুবাবুর দাবি, বাড়ি ভাড়া দেন না অজয়। আর তার পাল্টা দাবি, গায়ের জোরে তাদের বাড়ি ছাড়া করার চেষ্টা চলছে। নরমে গরমে চলছিল। সমস্যা চরমে ওঠে সোমবার রাতে। অভিযোগ, মারধর করে অজয়বাবুকে স্ত্রী মেয়ে সমেত বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পুরো বিষয়টির নেতৃত্বে ছিলেন স্থানীয় কাউন্সিলর মালা রায়। পুরো বিষয়টি তিনি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে জানান।


আরও পড়ুন- সেলফিতে 'না', দলের কর্মীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের


দিনভর কালীঘাট চত্বরে কাটানোর পর রাতে বাড়ি ফিরে আসে গুপ্তা পরিবার। কিন্তু, গল্প এখানেই শেষ নয়। তাদের বাড়ি ফেরার খবর পেয়েই ফের  ঘটনাস্থলে ছুটে আসেন মালা রায়।  দুপক্ষের বচসায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। যদিও, ভাড়াটেকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মালা রায়। রাতভর এনিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোপাল ব্যানার্জি লেন।


আরও পড়ুন-  ২০১৯-তে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতাই বিশ্বাসযোগ্য মুখ, মন্তব্য ডেরেকের