ওয়েব ডেস্ক: দুই পাড়ার সংঘর্ষে রণক্ষেত্র শোভাবাজার। ইটবৃষ্টি,বোতলবাজি। জখম হন বেশকয়েকজন। বছর তিনেক আগে শীতলাপুজোর ভাসান ঘিরে বিবাদের সূত্রপাত। সেই রেষারেষির জেরেই মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় শোভাবাজার  হাটখোলা মোড়।পরে পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।গায়ে গায়ে দুই পাড়া। একদিকে তাড়িখানা বস্তি অন্যদিকে ভাঙামাঠ বস্তি। দুই পাড়ার রেষারেষি দীর্ঘদিনের।  মঙ্গলবার  সকালে দুই পাড়ার সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় শোভাবাজার হাটখোলা মোড়া। শুরু হয় ইটবৃষ্টি। বোতলবাজি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অভিভাবকদের বিক্ষোভে অফিস টাইমে অচল পার্কস্ট্রিট


বিবাদের সূত্রপাত বছর তিনেক আগে। শীতলাপুজোর ভাসান ঘিরে। তারপর থেকেই দুই পাড়ার ঝগড়া। স্থানীয় গঙ্গেশ্বর মন্দিরে কোন পাড়ার ছেলেরা বসবে তা নিয়েও রেষারেষি দুপক্ষের। রবিবার থেকেই চলছিল তাড়িখানা আর ভাঙা মাঠ বস্তির মার-পাল্টা মারের লড়াই। মঙ্গলবার তাই চরম আকার  নেয়। পরিস্থিতি সামাল দিতে ডিসি নর্থ শুভঙ্কর সিনহার নেতৃত্বে ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী। দুপক্ষের সংঘর্ষের জেরে ভয়ে দোকান বন্ধ করে দেন দোকানদাররা। আতঙ্ক ছড়ায় পথচারিদের মধ্যেও।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিস বাহিনী।


আরও পড়ুন  আজ বিকেলেও কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে