নিজস্ব প্রতিবেদন: প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে বিশেষ শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, '' বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রয়াণে আমা গভীর শোক প্রকাশ করছি।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কবির প্রয়াণে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, '' কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রয়াণে আমি শোকাহত।এটা আমাদের সকলের জন্য একটি বড় ক্ষতি।বাংলা সাহিত্যে ওনার অসামান্য অবদান ওনাকে চিরস্মরণীয় করে রাখবে। ২০১৭ সালে ওনাকে আমরা বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত করেছিলাম।ওনার পরিবারকে আমার সমবেদনা জানাই।''



কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যুতো শোকপ্রকাশ করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ''নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁরা লেখার মধ্য দিয়েই আমাদের কাছে চিরকাল বেঁচে থাকবেন।''


কবির শেষযাত্রা প্রসঙ্গে কলকাতায় মেয়র ববি হাকিম বলেন, কবির দেব বিকেল ৪টের সময় রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে। সেখানে ৪.৩০ থেকে ৬ পর্যন্ত দেহ রাখা হবে। সেখানে তাঁর গুণমুগ্ধরা কবিকে শেষশ্রদ্ধা জানাবেন। পরে ৬টার সময় দেহ কবির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। ৬.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত পর্যন্ত দেহ বাড়িতে থাকবে। তারপর নিমতলা মহাশশ্মানে সম্পন্ন হবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শেষকৃত্য।


আরও পড়ুন-প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী