নিজস্ব প্রতিবেদন: কলকাতার শহরের সিনিয়র ডাক্তারদের নবান্নে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী। নবান্নে যাবেন বিশিষ্ট চিকিত্সকদের প্রতিনিধিদল।  মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন সুকুমার মুখোপাধ্যায়, এম এল সাহা, অলকেন্দু ঘোষ, অভিজিত্ চৌধুরির মতো বিশিষ্ট চিকিত্সকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বাঁচাতে চাই, বাঁচতে চাই’- শহরের বুকে উঠল ডাক্তারদের  স্লোগান।  চিকিত্সকদের সঙ্গে মিছিলেন হাঁটছেন অপর্ণা সেন, অনুপম রায়, সুজাত ভদ্র, বিনায়ক সেনও। জয়েন্ট ডরক্টস প্ল্যাটফর্মের তরফে এনআরএস থেকে কলকাতা  ন্যাশন্যাল মেডিক্যাল পর্যন্ত মিছিল করা হয়। চিকিত্সকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এককাট্টা সকলেই। দেশের বিভিন্ন প্রান্তেও চলছে প্রতিবাদ মিছিল। এনআরএস-এ আন্দোলনকারীদের পাশে রয়েছেন রূপস ইসলাম, শ্রীলেখা। সকালে তাঁদের সঙ্গে দেখা করতে যান অপর্ণা সেন, কৌশিক সেন।


চিকিত্সকদের তরফে ছ’দফা দাবি পেশ করা হয়েছে। সেগুলি হল, “মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা পদবী  দেখে চিকিত্সা করি। মুখ্যমন্ত্রীকে সে বক্তব্য প্রত্যাহার করতে হবে। তারপর আলোচনা। মুখ্যমন্ত্রী না এলে আন্দোলন উঠবে না। আহত পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে যেতে হবে।” চিকিত্সকদের তরফে এই দাবি জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি হাসপাতালে চিকিত্সকরা গণইস্তফা দিচ্ছেন।