নিজস্ব প্রতিবেদন:  বর্ষীয়ান সিপিএমনেতা শ‍্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক ওয়ালে একথা জানিয়েছেন শ‍্যামলবাবুর মেয়ে ঊষসী চক্রবর্তী। এর আগে কলকাতা পুলিস কমিশনার অনুজ শর্মাও খোঁজ নেন বর্ষীয়ান নেতার। সবরকম সাহায‍্যের আশ্বাস দিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোভিড আক্রান্ত হয়ে এই মুহূর্তে বাইপাসের হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ভেন্টিলেশনে রয়েছেন প্রবীণ নেতা।
বাবার শরীর যে ভালো নেই, নিজেই ফেসবুকে সেকথা জানিয়েছিলেন উষসী চক্রবর্তী। অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর বাবার ফুসফুসের সংক্রমণ রয়েছে। তবে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার একই সমস্যায় ভুগেছেন বর্ষীয়ান নেতা।

আরও পড়ুন: বাড়িতেই রামপুজো করলেন দিলীপ ঘোষ, ছাদে উঠে যা করলেন, মন কাড়ল সবার...


 


তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজেটিভ আসে। রবিবার রাতে তাঁর অবস্থার কিছুটা অবনতি হয়। ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয় বর্ষীয়ান নেতাকে। যদিও সোমবার তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে এখন আংশিক ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।