ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় বাজেটকে এককথায় তুলোধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। টুইটে তাঁর প্রতিক্রিয়া, এটি একটি বিতর্কিত বাজেট। যা একেবারেই জঘন্য, দিশাহীন, ভিত্তিহীন, লক্ষ্যহীন, অকার্যকরী এবং হৃদয়হীন। যে সরকার তার সমস্ত বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তারা দেশের জন্য ভবিষ্যতের জন্য কোনও দিশাই দেখাতে পারেনি এই বাজেটে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টাকা তোলায় আমজনতার ওপর এখনও জারি বিধিনিষেধ। এখনই তা তুলে নেওয়া হোক। ফের দাবি তুললেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তাঁর প্রশ্ন, নোট বাতিল সংক্রান্ত হিসেবনিকেশ কোথায় গেল? সবটাই বিভ্রান্তিমূলক। শুধুই কিছু সংখ্যা আর ফাঁপা শব্দের খেলা, যার কোনও মানে হয় না।



আরও পড়ুন, Live Update : সংসদে পেশ করা হচ্ছে বাজেট-২০১৭


বাজেট ২০১৭ : স্বাধীন ভারতে প্রথম সংযুক্ত রেল বাজেট একনজরে