সুতপা সেন: পঞ্চায়েত ভোটের আগে এবার 'সরাসরি মুখ্যমন্ত্রী'। কীভাবে? আগামী বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এই কর্মসূচির সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। জানিয়ে দেওয়া হবে টেলিফোন নম্বরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখতে দেখতে চার বছর পার। একুশের বিধানসভা ভোটের আগে চালু হয়েছিল  ‘দিদিকে বলো’! কবে? ২০১৯ সালে। এরপর একুশের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতা ফেরে তৃণমূল। 


শিয়রে এবার পঞ্চায়েত ভোট। চলতি বছরের শুরুতে জনসংযোগে নয়া কর্মসূচি শুরু করে তৃণমূল। নাম, ‘দিদির সুরক্ষা কবচ’। এই কর্মসূচিতে 'দিদির দূত' গ্রামে গ্রামে  গিয়েছিলেন দলের সাংসদ, বিধায়ক ও নেতারা। শুধু তাই নয়, এলাকাবাসীদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল তাঁদের।


আরও পড়ুন: Kolkata Fire: কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ! শিয়ালদহের সূর্য সেন মার্কেটে আগুন...


এদিকে রাস্তায় নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পঞ্চায়েত ভোট কাকে প্রার্থী হিসেবে চান? সাধারণ মানুষের মতামত জানতে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত 'জনসংযোগ যাত্রা' করছেন তিনি। কর্মসূচির নাম, 'তৃণমূলে নবজোয়ার'। সেই কর্মসূচির মাঝেই শুরু হতে চলেছে 'সরাসরি মুখ্যমন্ত্রী'। ফোনে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিজের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন সাধারণ মানুষ।



এর আগে,  সিবিআই তলব পেয়ে নবজোয়ার স্থগিত রেখে কলকাতায় ফিরেছিলেন অভিষেক। তখন বাঁকুড়ায় পাত্রসায়রে এক জনসভায় ভার্চুয়ালি ভাষণ দিতে গিয়ে 'সরাসরি মুখ্যমন্ত্রী' কর্মসূচি ঘোষণা করেছিলেন মমতা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)