নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গকে কেন ১০০ দিনের প্রকল্প ও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না? ফের মোদীকে চিঠি মমতার। প্রধানমন্ত্রীকে দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন কলকাতার টাউন হলে WBCS-দের বার্ষিক সভায় কেন্দ্রের 'বিমাতৃসুলভ আচরণ' নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'কেন্দ্রের অনেক বিরোধিতা আছে। টাকাই দেয় না! শুনলাম, ১০০ দিনের টাকা ডিসেম্বর থেকে দেয়নি। যেন মনে হয় নিজের টাকা দিচ্ছে! টাকা তো এখান থেকে তুলে নিয়ে যায়। যে টাকা তুলে নিয়ে যায়, তার কিছুটা অংশ রাজ্য়কে দেয়'। এবার টাকা চেয়ে চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে।


আরও পড়ুন: CM Mamata Banerjee: "IAS-WBCS অফিসারদের মধ্য়ে বৈষম্য নয়", মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ


চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'প্রায় ৪ মাস ধরে রাজ্যকে টাকা দিচ্ছে না কেন্দ্র। সাড়ে ৬ হাজার টাকা কোটি টাকা। ১০০ দিনের প্রকল্প ও প্রধানমন্ত্রী আবাস যোজনা যাঁরা কাজ করেন, তাঁদের ১৫ দিনের মধ্যে মজুরি দিয়ে দেওয়া উচিত। কিন্তু কেন্দ্র টাকা না দেওয়ায় মজুরি দিতে পারছে না রাজ্য সরকার'। এমনকী, শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই যে টাকা দেওয়া হচ্ছে না, সেকথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। 


আরও পড়ুন:  Judge Abhijit Ganguly On SLST: SLST শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ, "বড় কথা" বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়


এর আগে, ৩০ এপ্রিল বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সম্মেলনে মাঝেই চা-চক্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন তিনি। তখন উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)