ওয়েব ডেস্ক : বিদ্যুত্ বিভ্রাট নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।  বৈঠকে ছিলেন  বিদ্যুতমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, CESC-র ম্যানেজিং ডিরেক্টর,  রাজ্যের বিদ্যুত্ সচিব ও PDCL-এর চেয়ারম্যান। এর আগে বিদ্যুত্ভবনে দফতরের কর্তাদের নিয়ে একদফা বৈঠক করেন শোভনদেব চট্টোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখার জন্য CESC কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও সমস্যা হলে রাজ্য বিদ্যুত্ দফতর CESC-কে সাহায্য করবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিনের বিদ্যুত্‍ বিভ্রাট কেন, সেবিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে CESC কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সকালে হঠাত্ই বিকল হয়ে যায় CESE-র বজবজ, টিটাগড় মেটিয়াবুরুজের ইউনিট। সকাল ৯টা ৫৩-তে হঠাত্ই কিছুক্ষণের জন্য বিদ্যুত্হীন গোটা CESC  এলাকা। মোট ১২২৫ মেগাওয়াটের ঘাটতির মুখে পড়ে CESC। বজবজের ২৫০ মেগাওয়াট ক্ষমতার ৩টি ইউনিটই বিকল হয়েছে।  ৬০ মেগাওয়াট ক্ষমতার ৪টি ইউনিটই বিকল হয়ে যায় টিটাগড়ে। মেটিয়াবুরুজের ৬৭.৫ মেগাওয়াটের ২টি ইউনিটও বিকল।


রাজ্য বিদ্যুত্ পর্ষদ থেকে বিদ্যুত্ নিয়ে যুদ্ধকালীন তত্পরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে CESC। CESC-র হলদিয়া ইউনিট থেকে ৫২৫ মেগাওয়াট বিদ্যুত্ নেওয়া হয়। বাকি ৭০০ মেগাওয়াট বিদ্যুত্ নেওয়া হয় রাজ্য বিদ্যুত্ পর্ষদ থেকে।


আরও পড়ুন, চতুর্থ সন্তান হিসেবে প্রধানমন্ত্রীকেই 'দত্তক' নিতে চাইল এই দম্পতি!