জামুড়িয়া: শ্যাম সেল কারখানায় স্থানীয় তৃণমূল নেতাদের তোলাবাজির অভিযোগকে ছোট ঘটনা বলে বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোলাবাজিতে নিজের দলের যোগ নিয়ে কার্যত হাত ধুয়ে ফেললেন তিনি। শ্যাম সেল কাণ্ডে অভিযুক্ত তিন তৃণমূল নেতাকে শো কজ করা হলেও এখনও এফআইআর দায়ের করেনি পুলিস।শ্যাম সেল কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফর দুদিন পিছিয়ে দেওয়ারও আর্জি জানান তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর মুখ্যমন্ত্রী কী বললেন? অভিযুক্তের তালিকায় জামুড়িয়ার তৃণমূল নেতা অলোক দাস, তাপস চক্রবর্তী এবং চঞ্চল ব্যানার্জির নাম উঠে এলেও মুখ্যমন্ত্রী বললেন, ছোট্ট ঘটনা। দলে কোনও তোলাবাজ নেই বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর।


শ্যাম সেল কারখানায়  তোলাবাজি, হুমকির অভিযোগে জামুড়িয়ার তিন অভিযুক্ত তৃণমূল নেতাকে শো কজ করা হয়েছে। কিন্তু, এখনও কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। কর্তৃপক্ষ অভিযোগ জানানোর তিনদিন পরেও এফআইআর দায়ের করেনি জামুড়িয়া থানার পুলিস। পুলিসের দাবি, নিজেদের মতো করে তদন্ত করছে তারা।


অভিযোগ জানানোর পর তিনদিন কেটে গেলেও এফআইআর দায়ের করেনি পুলিস। অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়নি। উল্টে  মানহানির মামলার হুমকি দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা অলোক দাস। এই পরিস্থিতিতে রাজ্যে শিল্পের ভবিষ্যত নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বক্তব্য, রাজ্যে শিল্পের ভবিষ্যত্ অন্ধকার।


আদৌ কি শাস্তি হবে অলোক দাস, তাপস চক্রবর্তীদের? আদৌ কি শিল্পে নৈরাজ্য থামবে? মুখ্যমন্ত্রীর কথায় সিঁদুরে মেঘ দেখছে শিল্পমহল।