নিজস্ব প্রতিবেদন:  মত্ত পুলিসের মোটরবাইকের ধাক্কায় আহত হলেন রিকশাচালক  ও যাত্রী। ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় টালিগঞ্জের সোদপুর এলাকায়। ক্ষুব্ধ বাসিন্দারা বাইকচালককে আটকে রেখে বিক্ষোভ দেখান। পরে তাকে উদ্ধার করে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: অন্তঃসত্বাকে উঠোনে ফেলে হাত-পা বেঁধে মার স্বামী-শাশুড়ির


বুধবার রাতে সুকান্তপল্লির মুচিপাড়ার বাসিন্দা জয়শ্রী প্রধান ডাক্তার দেখিয়ে রিকশা করে বাড়ি ফিরছিলেন। অভিোগ, কালীতলা এম জি রোডের কাছে আসতেই রিকশায় ধাক্কা মারে একটি মোটরবাইক। বাইকটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল বলে অভিযোগ তাঁর। রিকশা থেকে ছিটকে পড়ে যান জয়শ্রী প্রধান। এরপরই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যায়। সুবল বর্মন নামে অভিযুক্ত ওই বাইক চালক নিজেকে গড়ফা থানার কনস্টেবল বলে দাবি করেন। এরফলে ক্ষোভ আরও বেড়ে যায়। অভিযোগ, সুবল বর্মন মত্ত ছিলেন। টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।