জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আপাতত বন্ধ ডব্লুবিসিএসের পরীক্ষা। কোন সার্টিফিকেটের ভিত্তিতে ওবিসি কোটায় ভর্তি নেওয়া হবে পড়ুয়াদের? হাইকোর্টের নির্দেশে এবার জটিলতা তৈরি হল রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে! এখনও পর্যন্ত কোন সমাধানসূত্র বের করতে পারেনি কর্তৃপক্ষ। উদ্বেগে পড়ুয়ারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Sealdah: ট্রেন কম, প্রবল ভিড়! মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল শিয়ালহ মেন লাইনে....


তখন লোকসভা ভোট চলছে। ২০১০ সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্তা ডিভিশন বেঞ্চের নির্দেশ, Westbengal Backward Class Commission ACT 1993 মেনে স্রেফ নতুন তালিকা তৈরিই নয়, বিধানসভা পেশ করে সেই তালিকায় চুড়ান্ত অনুমোদনও নিতে হবে। তবে ২০১০ সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগপ্রক্রিয়া মধ্যে রয়েছেন, তাদের চাকরি অবশ্য বহাল থাকবে।


কেন এমন সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ২০১০ সালের পর যে ওবিসি সার্টিফিকেটগুলি তৈরি হয়েছে, সেগুলি আইন মেনে তৈরি হয়নি। ডিভিশন বেঞ্চে বলেছে, 'এর পরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাঁদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তী কালে তাঁরাই ওবিসি বলে গণ্য হবেন'।


এদিকে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, 'এই রায় মানি না, মানব না। ওবিসি সংরক্ষণ চলবে। এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে,যাব'। কিন্তু হাইকোর্টের রায়কে চ্য়ালেঞ্জ করে এখনও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেনি রাজ্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, 'আমাদের পোর্টালে এটা জানিয়ে দেওয়া হবে। দু’এক দিনের মধ্যেই জানা যাবে। আর আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, এই রায় আমরা মানি না, আমরা উচ্চতর আদালতে যাব'।


আরও পড়ুন: Weather Update: ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা, কবে আসবে স্বস্তির বৃষ্টি?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)