বিক্রম দাস: স্বাস্থ্য়ের অবস্থা ভাল নয়। যে কোনও সময় বড় বিপদ হতে পারে! আশঙ্কা থেকে এবার উত্তর কলকাতার সঙ্গে শহরতলির অন্যতম লিঙ্ক, চিৎপুর ফ্লাইওভার (Chitpur Flyover) ভাঙার সিদ্ধান্ত নিল প্রশাসন। সূত্রের খবর, একবার টালা ব্রিজ (Tala Bridge) খুলে গেলেই চিৎপুর ফ্লাইওভার (Chitpur Flyover) ভাঙার কাজ শুরু হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, কাশীপুরের সঙ্গে বাগবাজারের সংযোগকারী চিৎপুর ফ্লাইওভারের (Chitpur Flyover) স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিল প্রশাসন। সেই রিপোর্টেই ফ্লাইওভারের স্বাস্থ্যে গলদ ধরা পড়ে। সেজন্যই চিৎপুর ফ্লাইওভার (Chitpur Flyover) ভেঙে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের। আপাতত, ওই ফ্লাইওভার দিয়ে বাস-সহ সমস্ত ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে। যান চলাচল বন্ধ করল কলকাতা পুলিস।


প্রসঙ্গত, ২০১৮-র ৪ সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। এরপরই শহরের বিভিন্ন ব্রিজগুলোর স্বাস্থ্য পরীক্ষা করায় সরকার। সেই পরীক্ষায় শহরতলির সঙ্গে কলকাতার অন্যতম যোগসূত্র টালা ব্রিজের (Tala Bridge) স্বাস্থ্যে গলদ ধরা পড়ে। এরপরই ২০২০-র ৩১ জানুয়ারি মাঝরাত থেকে টালা ব্রিজে (Tala Bridge) যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় ব্রিজ ভাঙার কাজ। মহালয়ার আগেই সম্ভবত খুলছে টালা ব্রিজ (Tala Bridge)। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)