ওয়েব ডেক্স : ওয়াই চ্যানেলে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি পেল না কংগ্রেস। নতুন সরকাররে শপথ গ্রহণের দিন বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলেন অধীর চৌধুরীরা। কিন্তু পুলিস সেই সভার অনুমোতি দিল না। পুলিসের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কারণেই  সভার অনুমতি দেওয়া যাবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে কংগ্রেস এই সভার অনুমতি না পেয়ে অবশ্য দমছে না। অধীর চৌধুরী জানিয়েছেন, রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।


এদিকে, নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের কথা আগেই জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতারা। এবার নিমন্ত্রণ পত্রও ফেরাল বিধানভবন। সরকারের পক্ষে আজ প্রদেশ কংগ্রেস দফতরে আনুষ্ঠানিক নিমন্ত্রণ পত্র পাঠানো হয়। সেই নিমন্ত্রণ পত্র গ্রহণ করেননি প্রদেশ নেতারা। খামের উপর রিফিউজড লিখে ফেরত পাঠিয়ে দেন তাঁরা।