ওয়েব ডেস্ক: তমলুক ও কোচবিহার লোকসভা এবং মন্তেশ্বর বিধানসভা উপ-নির্বাচনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস নির্বাচনী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত প্রদেশ কংগ্রেস নেতারা বলেন, তাঁরা প্রার্থী না দেওয়ার পক্ষেই ছিলেন। কিন্তু, বামেরা ন্যূনতম সৌজন্যটুকুও দেখায়নি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অ্যাপোলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তেরো বছরের কিশোর


কংগ্রেসকে কিছু না জানিয়েই তারা প্রার্থী ঘোষণা করে দেওয়ায় কংগ্রেসেরও প্রার্থী দেওয়া উচিত বলে মত প্রকাশ করেন নির্বাচনী কমিটির সদস্যরা। বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতিরা বৈঠকে উপস্থিত ছিলেন। উপ-নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে প্রদেশ কংগ্রেসের মতামত এ বার AICC-কে জানাবেন অধীর চৌধুরী।


আরও পড়ুন- সাবধান! বাড়ির পরিচারক-পরিচারিকা থেকে


তবে,বামেরা শেষ মুহূর্তে অনুরোধ করলে প্রার্থীপদ প্রত্যাহারের রাস্তাও খোলা থাকছে বলে কংগ্রেস সূত্রে খবর।