Calcutta National Medical College & Hospital: টাকা দিলেই পাস ডাক্তারি পরীক্ষায়! বিতর্কে ন্যাশনাল মেডিক্যাল কলেজ
৪০ হাজার থেকে ৮ লক্ষ। এমনকী, ১০ লক্ষও! পরীক্ষায় পাস করানোর প্রতিশ্রুতি দিয়ে প্রথম বর্ষের পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ। অভিযুক্ত কলেজেরই প্রাক্তন ছাত্র, চিকিৎসক মনবুর আলি।
অর্কদীপ্ত মুখোপাধ্যায়: জয়েন্ট পাস করে ভর্তি হয়েছেন ডাক্তারিতে। টাকা দিলেই পাস করিয়ে দেওয়া হবে পরীক্ষায়! কীভাবে? অভিযোগের তির কলেজেরই এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। বিতর্কে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ।
আরও পড়ুন: Calcutta High Court: 'অনলাইনে কে'? কলকাতা হাইকোর্টে শোরগোল...
ঘটনাটি ঠিক কী? তৃণমূল ছাত্র পরিষদ সদস্য়দের অভিযোগ, ৪০ হাজার থেকে ৮ লক্ষ। এমনকী, ১০ লক্ষও! কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথম বর্ষের পড়ুয়াদের কাছ থেকে টাকা নিয়েছেন কলেজেরই প্রাক্তন ছাত্র, চিকিৎসক মনবুর আলি। তাঁদের দাবি, বিষয়টি কলেজের অধ্যক্ষ ও স্বাস্থ্যভবনকেও জানানো হয়েছে। পরীক্ষার পাস করার জন্য় কারা টাকা দিয়েছে? পড়ুয়াদের নাম অবশ্য় জানানো হয়নি।
এদিকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের MSVP-র বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন অভিযুক্ত মনবুর। তাঁর দাবি, MSVP একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রী দফতর ও স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছেন তিনি। তদন্ত শুরু হয়েছে। সেকারণেই ফাঁসানো হচ্ছে। প্রতিক্রিয়া মেলেনি কলেজের অধ্য়ক্ষের।