নিজস্ব প্রতিবেদন: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত। দৈনিক হাজারের লাফ দিচ্ছে সংক্রমিতের সংখ্যা। বুধবার কোভিড-১৯ (Covid-19) ধরা পড়েছিল ৫ হাজার ৮৯২ জনের শরীরে। তার আগের দিন মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ৪,৮১৭। ৪৮ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত হলেন ৬,৭৬৯ জন। করোনা বৃদ্ধির এই প্রবণতা বলে সঙ্কেত দিচ্ছে, আগামিকালই হয়তো ৭ হাজার পেরিয়ে যাবে সংক্রমিতের সংখ্যা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ১২১ জনের। পজিটিভ রিপোর্ট এসেছে ৬,৭৬৯ জনের। বর্তমানে সক্রিয় করোনা (Coronavirus) আক্রান্ত ৩৬ হাজার ৯৮১ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় পরিস্থিতি ভয়াবহ। দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১,৬১৫ ও ১৩৫৪। সেই তুলনায় হাওড়া (৩৯৫) ও দক্ষিণ ২৪ পরগনা (৪২২) অনেকটা পিছনে। 


গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে (Covid-19) মৃত্যু হয়েছে ২২ জনের। তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ৭ জনের। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৬ ও ৫।  রাজ্যে মোট মৃতের সংখ্যা ১০,৪৮০। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৩৮৭ জন। 


আরও পড়ুন- West Bengal Election 2021: বাহিনী না থাকলে বুথ দখল, আশঙ্কায় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম এক দফায় 'না' কমিশনের