নিজস্ব প্রতিবেদন: গত বছর দক্ষিণেশ্বর মন্দিরের গেট ছিল একেবারে বন্ধ । এবছর তেমনটা হয়নি। করোনার বাড়বাড়ন্ত থাকলেও, ১লা বৈশাখের পুজোয় ব্যস্ত ভক্তরা। ২০২০ সালে করোনার ঘায়ে ব্যবসা-পত্তর মুখ থুবড়ে পড়েছিল। এবার তা যেন আর না হয়। সেই আশাতেই পুজো দিচ্ছেন ভক্তরা। ভিড় জমেছে দক্ষিণশ্বর প্রাঙ্গনে।  তবে অন্যান্য বছরের তুলনায় দক্ষিণেশ্বর মন্দির চত্বর অনেকটাই ফাঁকা। যারা পুজো দিতে আসছেন, মন্দির প্রবেশ পথে তাদের থার্মাল স্ক্যানিং করা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে শরীরের তাপমাত্রা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দেশে ২ লক্ষ দৈনিক করোনা সংক্রমণ, ১লা বৈশাখ পালনে ব্যস্ত মাস্কহীন বেপরোয়া শহরবাসী


মাক্স ছাড়া কাউকেই মন্দির চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ পর্যন্ত তো ঠিকই ছিল। কিন্তু, মন্দিরে প্রবেশ করার পর বেশ কিছু মানুষ খুলে ফেলছেন মাক্স। সচেতনতার অভাব যে মানুষের এখনও আছে তা আরও একবার প্রমান হল এই পয়লা বৈশাখের দিন। দক্ষিণেশ্বর মন্দিরের ভিতর পুজোয় ব্যস্ত ভক্তরা কেউ ভুলে যাচ্ছেন মাক্স পড়তে, কেউ আবার গলায় ঝুলিয়ে রেখে দিয়েছেন মাক্স। প্রশ্ন করলে বাহানা রয়েছে অনেক। গরম থেকে শুরু করে হাঁপানির সমস্যা। পুজোর লাইনে নেই দুরত্ব বিধি। তাদের বক্তব্য, আর মানা সম্ভব হচ্ছে না! তা বলে সংক্রমণ ছড়াবেন? জানেন কি কত মানুষ মারা যাচ্ছে করোনায় আক্রান্ত হয়ে? এমনই বেশ কিছু প্রশ্ন তুলেছে ওয়াকিবহালমহল। আগামীদিনে কী  অপেক্ষা করছে, তা তো লেখা আছে ভবিষ্যতের হাল খাতায়। কিন্তু, এখনই শুধরে না গেলে বিপদ যে বড়, তা স্পষ্ট।