`ফেক নিউজ ছড়াচ্ছে আইটি সেল... রাজ্যে করোনা আক্রান্ত ৬১, মৃত ৩`
`কেন্দ্রের তথ্য নিয়ে কখনও চ্যালেঞ্জ করিনি। কারণ এখন রাজনৈতিক চ্যালেঞ্জের সময় নয়।`
নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে বিতর্কের মধ্যেই সোমবার বিকালে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, পশ্চিমবঙ্গে কোভিড-১৯ পজেটিভ কেসের সংখ্যা ৬১। তারমধ্যে ৫৫ জনই ৭টি পরিবারের। তেহট্টে এক পরিবারের ৫ জন, এগরায় ১২ জন, হাওড়ায় ৮ জন, কম্যান্ড হাসপাতালে চিকিৎসক পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত। এরকমভাবেই ৭টি পরিবার থেকেই ৫৫ জন করোনায় আক্রান্ত। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত ৩ জন।
সাংবাদিক বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী তোপ দাগেন, "করোনা পরিস্থিতি নিয়ে ভুল বোঝানো হচ্ছে। অনেক ভুয়ো খবর রাজনৈতিকভাবে প্রচার করা হচ্ছে। কিছু রাজনৈতিক দলের আইটি সেল এটা করছে। কাঁসর ঘণ্টা নিয়ে পথে নেমে ভুল বোঝানো হচ্ছে।" ক্ষোভপ্রকাশ করে বলেন, "কেন্দ্রের তথ্য নিয়ে কখনও চ্যালেঞ্জ করিনি। কারণ এখন রাজনৈতিক চ্যালেঞ্জের সময় নয়।" এদিন সাংবাদিক বৈঠকে পরিসংখ্যান পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরও ১২ জন সুস্থ হয়ে উঠেছেন। যাঁদের আজই ছেড়ে দেওয়া হবে। আগে ১১ জনকে ছাড়া হয়েছে।
পাশাপাশি, ৬১টি পজেটিভ কেসের মধ্যেও কালিম্পংয়ে ৪ জনের নমুনা পরীক্ষা কিছু আগে নেগেটিভ এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই ৪ জনই কালিম্পংয়ে করোনায় মৃত মহিলার পরিবারের সদস্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও জানান, এদের আগামিকাল ছেড়ে দেওয়া হবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই হোম কোয়ারেন্টাইন থেকে ৩ হাজার ৭৪৯ জনকে রিলিজ করা হয়েছে। ৫১১টি গভর্মেন্ট কোয়ারেন্টাইন সেন্টার থেকে মোট ৪ হাজার ১০ জনকে ছাড়া হয়েছে। এই মুহূর্তে কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৮৭৯ জন। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩০১টি।
আরও পড়ুন, রবিবার ৯ মিনিটে রাজ্যে বাজি পুড়েছে ৬ কোটি টাকার! পাল্লা দিয়ে ৬ গুণ বাড়ল দূষণ