নিজস্ব প্রতিবেদন : করোনার জেরে বিশ বাঁও জলে কলকাতা সহ একাধিক পুরসভার ভোট। আগামী ১৫ এপ্রিলের আগে কবে ভোট হওয়া সম্ভব, তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নয় বলেই জানা যাচ্ছে কমিশন সূত্রে। সেক্ষেত্রে সময় উত্তীর্ণ হয়ে যাওয়া কলকাতা পুরসভার জন্য কি শেষপর্যন্ত অর্ডিন্যান্স জারি করবে রাজ্য সরকার? মুখ্য হয়ে উঠেছে এ প্রশ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কারণ নিয়ম অনুযায়ী কলকাতা পুরসভার ক্ষেত্রে প্রশাসক বসবে না। একমাত্র উপায় সেই আইন বদল। অথচ এই মুহূর্তে যা পরিসস্থিতি, সেখানে বিধানসভাও খুলছে না। সেক্ষেত্রে রাজ্যপালের সহায়তায় অর্ডিন্যান্স আনা যেতে পারে। আর সেখানেই দানা বেঁধেছে বিতর্ক। 


কারণ বিগত কয়েক মাসে যেভাবে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে বিরোধের আবহ তৈরি হয়েছে, সেখানে তিনি যদি অর্ডিন্যান্সে সই না করেন, তবে সমস্যা হবে। তবে বিশ্ব জুড়ে করোনার মোকাবিলায় যেভাবে সকলে এগিয়ে এসেছেন, সেখানে নাগরিকদের স্বার্থে রাজ্যপাল এগিয়ে আসবেন বলেই মনে করছে শাসক শিবির। উল্লেখ্য, ৮ মে-র মধ্যেই এই সিদ্ধান্ত নিতে হবে।