নিজস্ব প্রতিবেদন: সচেতনতার হাজারও বার্তা, হাজারও নির্দেশ সত্ত্বেও ফের উঠছে ভয়াবহ দায়িত্বজ্ঞানহীনতার প্রশ্ন। কলকাতায় করোনায় আক্রান্ত দ্বিতীয় আক্রান্ত তরুণও বেপরোয়াভাবে শহরে ঘুরেছেন বলে অভিযোগ উঠছে। গত ১৩ মার্চ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা ফেরেন বালিগঞ্জের তরুণ। লন্ডন থেকে ফেরার পর, চিকিত্সকরা তাঁকে বাড়িতে সম্পূর্ণ হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। উপসর্গ দেখা দেওয়ায় গত ১৭ মার্চ  বেলেঘাটা আইডিতে ভর্তি হন তরুণ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জ্বর নিয়ে হাসপাতাল থেকে পালিয়েছিলেন, করোনা সন্দেহে বাড়ি থেকে 'পাকড়াও' রোগী


কিন্তু অভিযোগ, এর মাঝের ৪ দিন শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন তিনি। যেদিন শহরে ফিরে আসেন, সেদিন আবাসনের ভিতর সে ঘুরে বেড়ান বহাল তবিয়তে। একাধিকবার আবাসনের গেটের উল্টোদিকের চায়ের দোকানে গিয়ে আড্ডাও দেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, কালিঘাটের দু'নম্বর ঈশ্বর গাঙ্গুলী স্ট্রিটে নিজেদের পৈত্রিক দোকানেও পরপর দু'দিন গিয়েছিলেন তরুণ। এছাড়াও , ১৪০ নম্বর এস পি মুখার্জি রোডের দোকান বা ব্যবসার জায়গাতে একাধিকবার গিয়েছিলেন করোনা আক্রান্ত তরুণ।