নিজস্ব প্রতিবেদন : করোনার সংক্রমণ রুখতে রাজ্যের সব আধার কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নির্দেশে এক জায়গায় অনেক মানুষের জমায়েত আটকানোর কথা বলা হয়েছে। সেই কারণেই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যের সমস্ত আধার কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ১৭৪ জন এই ভাইরাসে সংক্রামিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩ জন।


অন্যদিকে, আজ বিকেল ৫ টায় নবান্ন সভাঘরে জরুরি বৈঠকে বসছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণের জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে কলকাতার সব বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, ডায়াগনোসিস সেন্টার সবাইকে় উপস্থিত থাকতে বলা হয়েছে।