নিজস্ব প্রতিবেদন: করোনা বিধিনিষেধে ছাড়। ৫০ শতাংশ ক্ষমতায় চলতে পারবে সেলুন এবং বিউটি পার্লার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকায় এর আগে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল সেলুন এবং বিউটি পার্লার। এরপরেই বিউটি পার্লারের মালিকদের তরফে রাজ্য সরকারের কাছে অনুরোধ করা হয় এগুলি খুলে দেওয়ার জন্য। তাদের তরফে জানানো হয় যে ৫০ শতাংশ আসন নিয়ে তারা ব্যবসা যাতে চালাতে পারেন সেই দিকে যেন নজর দেয় রাজ্য সরকার।


আরও পড়ুন: করোনায় কাবু! CMC-CNMC-তে বন্ধ Planned OT, চিত্তরঞ্জন সেবা সদনে খোলা শুধু Emergency


এরপরেই রাজ্য সরকারের তরফে শনিবার জারি করা হয় নির্দেশিকা। সেখানেই বলা হয়েছে যে ৫০ শতাংশ আসন নিয়ে ব্যবসা চালাতে পারবে সেলুন এবং বিউটি পার্লারগুলি। এছাড়াও বলা হয়েছে যে সেলুন এবং বিউটি পার্লারগুলি রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। 


প্রসঙ্গত, শুক্রবারও রাজ্যে ঊর্ধ্বমুখী ছিল সংক্রমণ গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হন ১৮ হাজারের বেশি মানুষ। কলকাতা শহরে পজিটিভিটি রেট ৪০ ছুঁই ছুঁই।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App