নিজস্ব প্রতিবেদন: রাজ্য বিধানসভা নির্বাচনে বামেদের ভরাডুবির জন্য সিপিএমকেই দায়ী করছে ফরওয়ার্ড ব্লক। এবার প্রায় একই সুরে কথা বলল সিপিআই। শুধু তাই নয়, অতীত ভুলে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গেও জোট করতে রাজী দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-চড়া BJP বিরোধী সুর, কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূলের অনুপস্থিতিতে জোর জল্পনা


বুধবার এক সাংবাদিক সম্মেলনে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, এবার বিধানসভা ভোটে মানুষের মেজাজ বুঝতে পারিনি তাই এই ঐতিহাসিক বিপর্যয়। আমরা যে কতটা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছি তা স্পষ্ট হয়ে গিয়েছে।


এবার বিধানসভা নির্বাচনে নজিরবিহীনভাবে বামেরা শূন্য। এনিয়ে বামফ্রন্টে দোষারোপ, পাল্টা দোষারোপ চলছে। স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সংখ্যা নিয়ে বুঁদ ছিলাম। এবার বিধানসভায় আমরা শূন্য। এখন রোগীর মৃত্যুর পর ওষুধ খুঁজছি। বামপন্থীদের কাছে এটা মৃত্যুর সমান।


ভোটের ইস্যুতে শিল্পায়ন, সিঙ্গুর, নন্দীগ্রাম প্রসঙ্গে স্বপনবাবু বলেন, একসময় শিল্পায়নের তত্ত্ব দিয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। নন্দীগ্রাম, সিঙ্গুর বিপর্যয়ের কারণ। সিপিএম তার পরেও বলতে শুরু করেছিল নন্দীগ্রাম ঠিক ছিল। এবারও সেই কথাটাই গেলানোর চেষ্টা করেছিল।


আরও পড়ুন-সংসদে কী কৌশলে সরকারকে কোণঠাসা? দিল্লিতে সাংসদদের সঙ্গে বৈঠক Mamata-র  


রাজ্যে তৃণমূলের ক্ষমতা সম্পর্কে সিপিআই নেতা বলেন, তৃণমূলকে ছোট করে দেখে আমরা ঠিক করিনি। বিজেমুল কথাটা মানুষ ভালোভাবে নেয়নি। বিজেপির মতো শক্তিকে হারাতে প্রয়োজন তৃণমূলের মতো শক্তিকে। সেক্ষেত্রে বাংলায় বিরোধ থাকলেও সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে জোটে যেতে আপত্তি নেই সিপিআইয়ের।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)