ওয়েব ডেস্ক : রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে। উত্তর ২৪ পরগনায় অশান্তির জন্য বিজেপিকেই দায়ী করল তৃণমূল। পাল্টা রাজ্যের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে বিজেপি। যদিও সিপিএমের বক্তব্য, এখনই তিনশো ছাপান্ন জারির মত পরিস্থিতি আসেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নেপথ্যে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত। উত্তর চব্বিশ পরগনায় গোষ্ঠীসংঘর্ষকে  কেন্দ্র করে ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। এই ইস্যুতে যুযুধান তৃণমূল-বিজেপি। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সিপিএম অবশ্য আঙুল তুলেছে বিজেপির দিকেই। রাজ্যে রাষ্ট্রপতি শাসনে আপত্তি জানিয়ে সর্বদল বৈঠকের দাবি তুলেছে সিপিএম।


কংগ্রেস অবশ্য কেন্দ্র-রাজ্য আলোচনার পক্ষপাতী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে এই দাবিই জানালেন অধীর চৌধুরী।


আরও পড়ুন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানালেন দিলীপ ঘোষ