নিজস্ব প্রতিবেদন : ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলে কাজের জেরে ফাটল দেখা দিয়েছে একটি বিল্ডিং-এ। ব্রেবোর্ন রোডের সাততলা বিল্ডিংটির একতলায় এই ফাটল দেখা দিয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দারা। যদিও, অভিযোগ মানতে নারাজ মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে বিল্ডিংয়ের ফাটল সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেট্রো রেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১/৩, ব্রেব্রোন রোডের সাত তলা বিল্ডিং-এর একতলায় সিন্ডিকেট ব্যাঙ্কের শাখা। বুধবার সন্ধ্যায় অফিসে তালা মেরে বেরিয়ে যান কর্মীরা। এরপর বৃহস্পতিবার সকালে গিয়ে দেখেন বিভিন্ন দেওয়ালে বড়সড় ফাটল। ব্যাঙ্ককর্মীদের দাবি, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্যই ওই বাড়ির দেওয়ালে ফাটল তৈরি হয়েছে।



বাড়িতে ফাটলের খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে যান মেট্রোর ইঞ্জিনয়াররা। খতিয়ে দেখেন পুরো বিষয়টি। মেট্রো ইঞ্জিনিয়ারদের পাল্টা দাবি, দু'দিন আগেই ওই বাড়ির তলা দিয়ে টানেল বোরিং মেশিন চলে গেছে। তাই, এখন ফাটল ধরা সম্ভব নয়। বাড়ির ভিত নড়বড়ে হওয়ার কারণেই এই ঘটনা।


আরও পড়ুন, উত্তর ভারতে কুয়াশার জের, দেরিতে চলছে হাওড়াগামী ট্রেন