নিজস্ব প্রতিবেদন: চলন্ত ট্রেনে ভেঙে পড়ল ক্রেন। গুরুতর আহত হলেন দুই যাত্রী। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে কলকাতার খিদিরপুরে। রেললাইনের পাশে বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়ে। ক্রেন ভেঙে পড়ে আহত হয়েছেন দুই যাত্রী।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলন্ত ট্রেনে হঠাৎ ভেঙে পড়ল ক্রেন। ঘটনাটি ঘটেছে খিদিরপুরে। যার জেরে ভেঙে যায় বিদ্যুৎ সাপ্লাইয়ের পোস্ট। পুলিস সূত্রে খবর, ট্রেনটি হাবড়ার দিকে যাচ্ছিল। তখনই আচমকা তার উপরে ভেঙে পড়ে ক্রেন। যার জেরে বন্ধ হয়ে যায় ওই লাইনে ট্রেন চলাচল। 
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও জিআরপিএফ। যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আনা হয়। জানা গিয়েছে, ওই ক্রেনটি কলকাতা পোর্ট ট্রাস্টের। লাইনের পাশে কাজ চলছিল বলে সেখানে রাখা ছিল।


ঘটনায় আহত হয়েছেন ২ জন যাত্রী। তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কী কারণে ক্রেন ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। 


আরও পড়ুন- হরিয়ানার বিজেপি-জেজেপি সরকার, দুষ্মন্তকে বাড়িতে ডেকে 'ডিল' চূড়ান্ত করলেন অমিত