ওয়েব ডেস্ক : হাওয়ালা তদন্তে কলকাতা কানেকশন। আয়কর কর্তার সল্টলেকের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। অভিযুক্ত তাপস দত্ত রাঁচির ইনকাম ট্যাক্সের প্রিন্সিপাল কমিশনার। তাঁকে আগেই আটক করেছে CBI। আজ সকালে তাঁর সল্টলেকের HB ব্লকের ফ্ল্যাটে পৌঁছন CBI অফিসাররা। নিয়ে যাওয়া হয় বস্তা ও নোট গোনার মেশিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, ফ্ল্যাটে কোটি কোটি টাকার হদিশ মিলেছে। বেশিরভাগই ২০০০ টাকার নোটের বান্ডিল। তাপস দত্তের পাশাপাশি, আরও ৩ আয়কর আধিকারিকের বাড়িতেও তল্লাসি চালাচ্ছে CBI। আয়কর কমিশনার নন, এমন তিনজনের বাড়িতেও তল্লাসি হয়। হাওয়ালা তদন্তে আজ ৩০টি জায়গায় আজ তল্লাসি চালায় CBI। কলকাতার ১৮টি জায়গার পাশাপাশি রাঁচির ৫টি জায়গায় হানা দেন গোয়েন্দারা।


আরও পড়ুন, চা আর চানাচুর বিক্রেতাদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়ার দাবিতে SFI এর বিক্ষোভ, ৩ ঘণ্টা ঘেরাও প্রেসিডেন্সির ডিন