SSC দফতরের ডেটা রুমে CRPF মোতায়েনের নির্দেশ হাইকোর্টের
বিচারপতি জানিয়েছেন, সেক্রেটারি রুম চিনিয়ে দেবেন। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টার মধ্যে রুম সিল করে দিতে হবে।
নিজস্ব প্রতিবেদন: SSC ভবনের ডেটা রুমে থাকবে সিআরপিএফ (CRPF)। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে দ্বিতীয় তলের 'ডাটা রুমে'। মামলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোতায়েন থাকবে বাহিনী। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি জানিয়েছেন, সেক্রেটারি রুম চিনিয়ে দেবেন। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টার মধ্যে রুম সিল করে দিতে হবে। হঠাৎ করে ইস্তফা দেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান (SSC New Chairman) হন শুভ্র চক্রবর্তী। চেয়ারম্যান বদলের পর তথ্য-প্রমাণ নষ্ট হয়ে যাবে নাতো? SSC দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী। নজিরবিহীনভাবে মধ্যরাতেই সেই মামলার শুনানি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে।
বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে SSC-র সচিবকে সিসিটিভি ফুটেজ পেশের নির্দেশ দেন বিচারপতি। শুধু তাই নয়, দুপুর ১টা পর্যন্ত সল্টলেকে SSC দফতরের নিরাপত্তার দায়িত্বে CRPF-কে রাখতে বলেন।