নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই সরকারি এবং সরকার অনুমোদিত সমস্ত বিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এবার বাতিল করা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজ এবং আগামিকালের সমস্ত পরীক্ষা।  সেমিস্টার চলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। প্রথম দফায় পরীক্ষা চলছে এখন। তবে দ্বিতীয় দফার সমস্ত পরীক্ষাই বাতিল করা হয়েছে। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ফণির তাণ্ডবে বিপর্যস্ত ওড়িশা, দেখুন পুরীতে ঝড় আছড়ে পড়ার মুহুর্তের ভিডিয়ো


ওড়িশায় ইতিমধ্যেই ফণির দাপটে মৃত্যু হয়েছে ৬জনের। ১১টি জেলা রাত থেকেই বিদ্যুৎহীন। জলমগ্ন একাধিক গ্রাম। স্লাইকোন শেল্টারে আশ্রয় নিয়েছে লক্ষাধিক মানুষ। সবমিলিয়ে ফণির দাপটে লন্ডভন্ড গোটা ওড়িশা, লাফিয়ে বাড়ছে । এবার কলকাতার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণি।



বিপর্যয় মোকাবিলায় তৎপর প্রসাশন।