জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এই মামলার শুনানি। মঙ্গলবার ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। আইনজীবীদের সমস্যা থাকার কারণে মঙ্গলবার হয়নি ডিএ মামলার শুনানি। জানা গিয়েছে এই শুনানি ফের হবে ১১ এপ্রিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইনজীবীদের সমস্যার কারণে আজও মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে। কপিল সিববল ব্যক্তিগত সমস্যার কারনে মঙ্গলবার থাকতে পারবেন না বলে জানান। অভিষেক মনু সিংভি বলেন, এই মামলা শুনানিতে যথেষ্ট সময় লাগবে।


আরও পড়ুন: Byron Biswas: রাজভবনের বিজ্ঞপ্তি, বিধায়ক পদে শপথ নিতে চলেছেন বাইরন


অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবীরা বলেন, তাঁদের আরও কিছু সাবমিশন আছে। তারা নতুন সওয়াল করতে চান। এরপরই পরবর্তী তারিখ নিয়ে আলোচনা শুরু হয়।


প্রাথমিকভাবে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবীরা দাবি করেন যাতে ১১ এপ্রিল দুপুর ২টোর সময় এই মামলার চূড়ান্ত শুনানি করা হয়। কিন্তু আদালতের তরফে জানানো হয় যে যেহেতু সেইদিন অন্যান্য মামলার শুনানি রয়েছে তাই এখনই সময় নির্ধারণ করা সম্ভব নয়।


আরও পড়ুন: Recruitment Scam: ফর্ম ফিলআপ পর্যন্ত না করেই চাকরি! পুরসভায় নিয়োগ নিয়ে বিস্ফোরক তথ্য...


আপাতভাবে সিদ্ধান্ত হয়েছে যে ১১ এপ্রিল শুনানি হবে। সেই সময়ের পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হবে পুর্নাঙ্গ শুনানি সেইদিন হবে কিনা।


এরফলে আরও দীর্ঘ হল আন্দোলনকারীদের প্রতিক্ষা। আরও ২০ দিন অপেক্ষা বেড়ে গেল আন্দলনরত সরকারি কর্মচারীদের। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, ‘প্রথম দিন থেকে বলছি এই মামলার সঙ্গে আন্দোলনের কোনও সম্পর্ক নেই। মামলা মামলার মতো চলছে, আন্দোলন আন্দোলনের মতত চলবে। এটা বলতে পারেন যে এরপর থেকে রাজ্যের সমস্ত শিক্ষক, কর্মচারীরা আরও তীব্রভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। আগামিদিনে যে আন্দোলন হতে চলেছে তা আরও ভয়ানক হতে চলেছে’।   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)