নিজস্ব প্রতিবেদন : প্রতীক্ষার অবসান। মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর মেট্রোর (Dakshineswar Metro) যাত্রী পরিষেবা। সোমবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দিন থেকেই দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটে শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার থেকে প্রতিদিনই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে মেট্রো (Dakshineswar Metro)। এখন প্রশ্ন হচ্ছে, দৈনিক কতগুলি করে ট্রেন চলবে? মেট্রো সূত্রে জানা গিয়েছে, কাজের দিন বা অফিসের দিনে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া-কবি সুভাষ, এই রুটে মোট ২৪৪টি ট্রেন চলবে। অফিস টাইমে প্রতি ৬ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে। তবে শনিবার সংখ্যাটা কিছু কম হবে। সেদিন মোট ২২৮টা ট্রেন চলবে। দেখে নিন, নয়া মেট্রো রুটের পূর্ণাঙ্গ টাইম টেবিল (Metro Time Table)-



সপ্তাহের দিনের মেট্রো সূচি



শনিবারের মেট্রো সূচি


প্রসঙ্গত, সোমবার, ২২ তারিখ, হুগলি জেলায় ডানলপ মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী। সেই সভা থেকেই দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর (Dakshineswar Metro) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। জানা গিয়েছে, ডানলপ মাঠে মোদীর সভামঞ্চের পাশেই একটি আলাদা মঞ্চ থাকবে। সেখান থেকেই রিমোটের মাধ্যমে নয়া মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 


উল্লেখ্য, দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটে ২৩ ডিসেম্বর মেট্রোর প্রথম ট্রায়াল রান হয়। তারপর আরও বেশ কয়েকদিন নির্বিঘ্নে ট্রায়াল রান হয়। এরপরই যত তাড়াতাড়ি সম্ভব এই রুটে পরিষেবা চালুর সিদ্ধান্ত নেন মেট্রো আধিকারিকরা। এখন চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার জন্য গত ৫ ও ৬ ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর মেট্রো পর্যবেক্ষণে আসেন রেলের সেফটি কমিশনার। সেই পর্যবেক্ষণের পর ছাড়পত্র মিলতেই এবার চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো সার্ভিস।


আরও পড়ুন, Exclusive: 'সোনার বাংলা' বলতে কী চাইছেন? Zee ২৪ ঘণ্টায় অকপট Amit Shah