নিজস্ব প্রতিবেদন: শহরের বুকে দিনের আলোয় চুরির ঘটনা। বাথরুমের জানালা ভেঙে ফ্ল্যাটে ঢুকলেন চোর। দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। ট্যাংরা থানার ঠিক ঢিল ছোড়া দূরত্বে ট্যাংরার হাউসিং এস্টেটে ঘটনাটি ঘটে।বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার পরই সামনে আসে অন্য এক পুরোনো তথ্য। এলাকার বাসিন্দাদের অভিযোগ, অতীতেও চুরির ঘটনা বেশ কয়েকবার ঘটে থাকলেও পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ট্যাংরা স্টেট হাউসিং এর একটি ব্লকে চুরির ঘটনা ঘটে। বাড়ির একমাত্র সদস্য ৬৪ বছরের মহিলা অরমা দাস, গত মঙ্গলবার পার্ক সার্কাসে বাপের বাড়িতে গিয়েছিলেন। অরমা দাসের স্বামী ৯ বছর আগে মারা গিয়েছেন। তারপর থেকে বাড়িতে একাই থাকেন তিনি। ওই হাউসিং এর আশেপাশেই থাকেন পরমা দেবীর আত্মীয়রা। তাঁদের কাছ থেকেই জানতে পারেন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। 



আরও পড়ুন: 'দেশের মাটি'-তে Rukma-র সঙ্গে রোম্যান্সে ব্যস্ত Rahul, কী করলেন Sandipta!


অন্যদিকে খবর পাওয়া মাত্রই সকালে তিনি বাড়ি ফিরে এসে দেখেন, ঘরের সমস্ত জিনিস ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। আলমারির লকার খোলা, নগদ টাকা যা ছিল তার কিছুই নেই। সোনার গহনা সবই চুরি গিয়েছে। এমনকি, প্রচুর কাঁসার বাসন, সিলিন্ডারের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কয়েক লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ। অরোমা দেবী এও বলেন, রান্না ঘরে কাঁসার হাড়িতে চাল রাখা ছিল, চালটা ফেলে দিয়ে হাড়িটাও নিয়ে পালিয়েছে চোর।



তবে এই ঘটনার জেরে আতঙ্কিত তিনি। তাঁর মতে, তিনি যদি বাড়িতেই থাকতেন তাহলে তো তিনি খুনও হয়ে যেতে পারতেন। এদিকে এরপরই ট্যাংরা থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। অপরদিকে, হাউসিং স্টেট এসোসিয়েশন এর তরফে জানানো হয়, এর আগেও এখানে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ কে বলে কোনো লাভ হয় নি। ঘটনার তদন্তে নেমেছে ট্যাংরা থানার পুলিস।