নিজস্ব প্রতিবেদন : সাতসকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির কাছে উদ্ধার হল একটি দেহ। আর এই দেহ উদ্ধারকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল পাম অ্যাভিনিউতে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি। হাইপ্রোফাইল এলাকা পাম অ্য়াভিনিউ। সেখানে সাতসকালে রাস্তার উপর একটি দেহ পড়ে থাকতে দেখে, স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেহ উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে আসে কড়েয়া থানার পুলিস। পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম লাল চাঁদ হেলা। বয়স ৩৫ বছর। পেশায় পুরসভার সাফাই কর্মী ছিলেন ওই যুবক। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাত থেকেই ওই যুবককে পাম অ্যাভিনিউ এলাকায় পড়ে থাকতে দেখা যায়। কিন্তু কেউ-ই তাঁকে লক্ষ্য করেনি।


দেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। থানার পাশাপাশি হোমিসাইড বিভাগও তদন্ত শুরু করেছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও জানা যায়নি। হার্ট অ্য়াটাকে মৃত্যু হয়েছে, নাকি কেউ তাঁকে খুন করে দেহ ফেলে রেখে দিয়ে গিয়েছে? উঠছে নানা প্রশ্ন।


সবদিক খতিয়ে দেখেই তদন্ত শুরু করেছে পুলিস। যদিও মৃতের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই বলেই পুলিস সূত্রে খবর। তদন্তের স্বার্থে পুরসভার কর্মীদের সঙ্গেও কথা বলা হবে বলে জানিয়েছে পুলিস।


আরও পড়ুন, লাদাখের সংঘর্ষের উত্তাপ আছড়ে পড়ল চন্দননগরেও! আরও অন্ধকার ১২ হাজার কর্মীর ভবিষ্যত্