Debangshu Bhattacharya: : `প্রথম মিটিংয়ের দিনেই আবার ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে.....`
দিল্লিতে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে নেই অভিষেক। সেদিন কলকাতায় ইডি-র অফিসে হাজিরা দেবেন তিনি। সূত্রের খবর তেমনই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'টিম ইন্ডিয়ার সমন্বয় সাধনকারি দলের প্রথম মিটিংয়ের দিনেই আবার ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে লম্বা লম্বা ল্যাজ নিয়ে.. আঁচড় কামড় চালিয়ে যেতে হবে আবারও কিছুদিন'! ফেসবুকে পোস্ট দিলেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।
আরও পড়ুন: Mithun Chakraborty: 'সমাজকে যদি তছনছ করতে হয়, প্রথমেই শিক্ষাকে আঘাত করতে হয়'!
ঘটনাটি ঠিক কী? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। কবে? দিল্লিতে যেদিন ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটি বৈঠক, সেদিনই! ১৩ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। সূত্রের খবর, নির্দিষ্ট দিনে কলকাতায় ইডি-র অফিসে হাজিরা দেবেন অভিষেক। যাবেন না ইন্ডিয়া জোটের বৈঠকে!
ইডি সমন পাঠিয়েছিল আগেও। তবে শেষবার যখন ডেকে পাঠানো হয়, তখন অবশ্য সিজি কমপ্লেক্সে হাজিরা দেননি অভিষেক। কেন? পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচির কারণেই হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়েছিলেন তিনি।
এদিন ফেসবুকে পোস্টে দেবাংশু লেখেন, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি তখন মধ্যগগনে। ২৪ ঘন্টার নোটিশে ডেকে পাঠানো হলো তাকে। মাঝপথে কর্মসূচি থামিয়ে তিনি গেলেন; বুক চিতিয়ে বেরিয়ে এসে পুনরায় কর্মসূচিতে যোগ দেওয়ার পরেই আবার ডেকে পাঠানো হলো তাকে! কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর এই ফন্দি-ফিকির ধরে ফেলতে শুরু করল বাংলার মানুষ......'