নিজস্ব প্রতিবেদন: ডেঙ্গি নিয়ে নয়া তত্ত্ব মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষের। তাঁর দাবি,  বেশিরভাগ স্বচ্ছল বাড়ির মানুষজনই ডেঙ্গির শিকার হচ্ছেন। কারণ নিয়ম মানায় অনীহা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার ডেঙ্গি সচেতনতায় উল্টোডাঙ্গায় একটি পদ‌যাত্রা করেন অতীনবাবু। ক্ষুদে পড়ুয়াদের নিয়ে ওই পদযাত্রাতেই অদ্ভূত ওই তত্ত্বের অবতারনা মেয়র পারিষদের।


অতীনবাবু বলেন, ‘বস্তি এলকার তুলনায় বড়বাড়িতেই ডেঙ্গির প্রাদুর্ভাব বেশি। অর্থাৎ অর্থনৈতিকভাবে স্বচ্ছল পরিবারে ডেঙ্গি বেশি হচ্ছে। অদ্ভূত ব্যাপার এইরকম রোগ বস্তি অঞ্চলে খুব কম। কারণ হচ্ছে এইসব এলাকায় পুরকর্মীরা গিয়ে ‌যখন ডেঙ্গির কথা বলছে তখন এরা তার গুরুত্ব বুঝতে পারছে। আর ‌যারা স্বচ্চল তারা কিছুটা উদাসীন। এরা ‌যে বুঝতে পারছে না তা নয়। ‌যখন কোনও রোগী সামনে আসছে তখন এরা চিৎকার করছে।’


আরও পড়ুন-কাবুলে টিভি চ্যানেলের দফতরে ঢুকে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের!