নিজস্ব প্রতিবেদন: বিধ্বংসী আগুনে পুড়ে গেল মধ্য কলকাতার তালতলার একটি প্লাইউডের গোডাউনের একটি বড় অংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভাইয়ের প্রেম প্রত্যাখ্যান করতেই যুবতীকে হুমকি, অশ্লীল মেসেজ TMC ব্লক সভাপতির!


সোমবার রাত নটা নাগাদ এসএন ব্যানার্জি রোডে তালতলা বাসস্টপের কাছে ওই গোডাউনটিতে আগুন লেগে যায়। আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়িটাই।  আসপাশে রয়েছে বেশ কয়েকটি বহুতল ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান।


আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল। একে একে এসে হাজির হয় দমকলের ২২টি ইঞ্জিন।  আসপাশ থেকেও ওই গোডাউনে জল ছোড়া হয়।  টানা চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।


আরও পড়ুন-CAA পাস হওয়ার পর এই প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ


আগুনের আকার দেখে আতঙ্ক ছড়ায় পাড়ায়।  গোডাউনের উল্টো দিকেই রয়েছে ঘন বসতি। সেখানকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের খবর পেয়েছে ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসুও।


এদিকে, টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে।