ওয়েব ডেস্ক:  খেলাধুলো বিষয়টা সবসময় একটু পিছনের সারিতে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে চিত্রটা এরকম নয়। গত চার বছরে অনেক পালটেছে রাজ্যের খেলাধূলার ছবি। ১০০ কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের বিভিন্ন স্টেডিয়াম, সুইমিং পুল এসবের উন্নতিতে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বসানো হয়েছে ২৫ হাজার প্লাস্টিক বাকেট চেয়ার। অনূর্ধব- ১৯ বিশ্বকাপের জন্য বসানো হয়েছে কৃত্রিম অ্যাস্ট্রোটার্ফ। সিন্থেটিক ট্র্যাক বদলে নতুন আন্তর্জাতিক ট্র্যাক বসানোর পরিকল্পনাও করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্ষুদিরাম অনশীলন কেন্দ্র ও যুবভারতী ক্রীড়াঙ্গনে টেবিল টেনিস, জিমন্যাস্টিক, খো খো, ভলিবল ইত্যাদি খেলার ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়াও পিছিয়ে পড়া জাতিদের খেলাধুলোর সঙ্গে যুক্ত করতে শুরু হয়েছে জঙ্গল মহল কাপ, হিমাল তরাই ও ডুয়ার্স কাপ এবং সুন্দরবন কাপ। ডিভিশনাল ও সাব ডিভিশনাল স্পোর্টস কাউন্সিলগুলি পুনর্গঠন করা হয়েছে। 


পড়ূন নতুন সাজে সাজছে বাংলার পর্যটন