ওয়েব ডেস্ক: সুন্দরবনের সঙ্গে রাজ্যের যোগাযোগ সাবলিল করতে তোইরি হয়েছে রাস্তা। কোথাও ইঁটের রাস্তা আবার কোথাও ফুটপাথ।  তৈরি হয়েছে পাকা রাস্তা, সিমেন্টের ব্রিজ, কংক্রিটের সেঁতুও। সুন্দরবনের উন্নয়নের জন্য বাজেটের পরিকল্পনামাফিক খরচও বেড়েছে। ৪৫৯ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে  ৭৫৫ কোটি টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৈরি হয়েছে কিছু নতুন সেঁতু - মৃদঙ্গ সেঁতু, সপ্তমুখী সেঁতু, সুতারবাগ সেঁতু, অদিবাসী বাজার ব্রিজ, কুমারপুর বাজার ব্রিজ, শিকিরহাট ব্রিজ। তোইরি হয়েছে নতুন স্পোর্টস কমপ্লেক্স- রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্স। নারীদের উন্নয়নের জন্য নবম শ্রেণিতে পড়া ছাত্রীদের মধ্যে ৮৪ হাজার ৪৫টি সাইকেল বিতরণ করা হয়েছে।  পর্যটকদের নজত কাড়তে ভোর সাগর, দেহু সাগর, রূপ সাগর বিচকে বিশ্ব মানের করা হয়েছে। পিপিপি মডেলে রমরমিয়ে চলছে ঝারখালি ইকো টুরিজম।


পড়ুন বাংলার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে সরকার