নিজস্ব প্রতিবেদন: অক্সিজেনের অভাবে মৃত্যু হল খাস কলকাতায়। অক্সিজেন অভাব দেখা দিয়েছে বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রোগীর পরিবারকে হন্নে হয়ে ঘুরতে হচ্ছে অক্সিজেনের খোঁজে।  এরই মাঝে মৃত্যু হল বছর ৪৮-র যমুনা নাথের। 


জানা গিয়েছে, কোভিড আক্রান্ত যমুনা নাথের শরীরে অক্সিজেনের প্রয়োজন ছিল। কিন্তু সেই মুহূর্তে মজুত ছিল না অক্সিজেন।  যমুনা দেবীকে ভর্তি করা হয় বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সঙ্কটজনক অবস্থা হয়ে ওঠে তাঁর। 
 
পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসক, নার্সরা কোনো কথা শোনা তো দূরের কথা উল্টে রোগীর পরিবারের লোকজনদের সঙ্গেই দূর্ব্যবহার করছে। রোগীর স্বামী অরূপ নাথ জানান, সারা রাত ধরে অক্সিজেনের জন্য ঘুরে বেড়িয়েছেন তাঁরা, কিন্তু মেলেনি অক্সিজেন। হাসপাতালের তরফে রোগীর পরিবাররকে জানান হয়েছে তাঁদেরও কিছু করার নেই। যমুনা নাথ পর্ণশ্রী থানা এলাকার বড়াগাছির বাসিন্দা।