নিজস্ব প্রতিবেদন: যাদবপুর যারা মন্ত্রী গায়ে হাত দিয়েছিল, তাদের ছেড়ে দেব না। অনেক শহিদবেদী তৈরি করে দেব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুলকে ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভের ঘটনায় ফের একবার বেলাগাম দিলীপ ঘোষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাবুলের চুল ধরে টানার অভিযোগ উঠেছিল বর্ধমানের বাসিন্দা দেবাঞ্জন। দিন কয়েক আগে বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডে বিজেপি সমর্থকদের আক্রমণের দেবাঞ্জন বল্লভ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী। বিজেপি সমর্থকদের পাশে দাঁড়িয়ে এদিন দিলীপ বলেন, ''বর্ধমানের যে ছেলেটি মন্ত্রীকে মেরেছিল, তাকে বাস থেকে নামিয়ে মেরেছি। যাঁরা মেরেছেন তাদের স্যালুট করি।''



যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র নবীনবরণ অনুষ্ঠানে হাজির হতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয়মন্ত্রীকে ছাত্রছাত্রীরা হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। তখন দিলীপ ঘোষ বলেছিলেন, পাকিস্তানের মতো যাদবপুরেও সার্জিকাল স্ট্রাইক হবে। ওটাই দেশদ্রোহীদের আখড়া হয়ে গিয়েছে। এমনকি যাদবপুরের ছাত্রীদের দিলীপ বিতর্কিত মন্তব্য করেছিলেন,''বাবুলের চরিত্র আমরা জানি। কিন্তু ওঁরা কোনও ব্যবসার সঙ্গে যুক্ত কিনা জানতে চাইছি।'' ওই মন্তব্যের পরে ওঠে সমালোচনার ঝড়।


পরে সভাপতিকে আড়াল করে বাবুল সাফাই দেন,''মন্তব্যটা মুখ ফসকে বলে ফেলেছেন। হিট অব দ্য মোমেন্টে ওনার মুখ থেকে বেরিয়ে গিয়েছে। উনি সেটা বলতে চাননি। আলাদা করে শুনলে অন্যরকমভাবে বলা যেত।''


আরও পড়ুন- জিয়াগঞ্জকাণ্ডে নয়া মোড়, রামপুরহাটে সন্দেহভাজনের বাড়িতে তল্লাসি পুলিসের