জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরিতে অবিলম্বে নিয়োগের দাবিতে করুণাময়ী মোড়ে সোমবার থেকেই ধরনায় বসেন ২০১৪-র টেট উত্তীর্ণরা। রাতভর সেই অবস্থানে অনড় থাকেন আন্দোলনকারীরা। সেই আন্দোলন তিন দিনে পড়ল। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'অবস্থান অনশন চলছে, এটা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে। এটা মোটেই ভালো নয়। সরকারের ইচ্ছেও নেই, টাকা-পয়সাও নেই যে নতুন চাকরী দেবে। এই সব ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি সেটা চিন্তার বিষয়। তাঁরা তাদের লড়াই করছে। আমরা পাশে আছি। সরকার তাদের পাশে নেই। সরকারের ইচ্ছে শক্তি নেই এই সমস্যার সমাধান করার।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন,Soumitra Khan: পঞ্চায়েত ভোটের আগে বিদ্রোহ! দলীয় পদ থেকে ইস্তফা বিজেপি সাংসদের


২০১৪-র টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের দাবি আইনসম্মত নয়। অন্যায্য দাবি করছেন তাঁরা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। যদিও দিলীপ ঘোষের দাবি, সরকার কি ঘোষণা করে দিয়েছে যে এই ব্যাচের আর চাকরি হবে না? তাঁরা লিখিত পরীক্ষায় পাশ করেছে, তাঁরা ভেবেছিল সবাই চাকরি পাবে। এই ধারণা তৈরি হয়েছে কেন? সেই ধারণাটা ভুল না ঠিক সেটা আগেই পর্ষদের বলা উচিত ছিল। এখন যখন চাকরি দিতে পারছে না তখন বলছে চাকরি হবে না। 


যদিও বোর্ড সভাপতি রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন। বিজেপি নেতার মন্তব্য, 'দেড় লক্ষ চাকরি বাকি রয়েছে। ১০ হাজার নিয়ে বাতিল করে দেবেন। বাকি ছেলে মেয়েরা করবে কী? বছরের পর বছর নিয়োগ হবে না! এর জন্যে রাজনীতির কী আছে? তাঁরা তো তাদের লড়াই করছে। রাজনৈতিক নেতারা যাচ্ছেন নিজের প্রয়োজনে বা তাদের সমর্থনের জন্যে। তারা তো ডাকেনি কাউকে। লড়াই অযোগ্যতার বিরুদ্ধে।' 


মুখ্যমন্ত্রী বলছেন, বিষয়টি আদালতের বিচারাধীন তাই এই ব্যাপারে আলোচনা নয়! এ প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, 'ওনার সব পরীক্ষাতেই আদালতে যায়। সব জায়গাতেই দু নম্বরই হয়। প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যাচ্ছে! তার জন্যে কি বলবেন আপনার কোনও দায় নেই! আপনার প্রশাসনের লোকজনদের কোনও যোগ্যতা নেই একটা পরীক্ষা ঠিক করে করাই। পরীক্ষা হলে ঠিক সময় রেজাল্ট বের হোক। রেজাল্ট বেরোলে চাকরি হোক। টেট বা এসএসসি নয় একাধিক ডিপার্টমেন্টে একইভাবে চাকরি হয়নি। এতো ছেলে মেয়েদের বয়স পেরিয়ে যাচ্ছে, তাঁরা কোথায় যাবেন!' 


আরও পড়ুন, NIA: একবালপুর কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের, নতুন করে মামলা রুজু


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)