নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা ৫০ হাজার কোটি। তা মেটানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার চিঠি প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, উনি তো খরচ করেন না। আবার খরচ করলে হিসেব দেন না। প্রধানমন্ত্রী ডাকলে বৈঠকেও যান না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রায়ই বঞ্চনার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বকেয়া ৫০ হাজার কোটি টাকার দাবিতে নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। সেনিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,''এই অভিযোগ নতুন নয়। উনি কাকে দিচ্ছেন? পুরসভাগুলিকে টাকা দেন না। সাধারণ মানুষকে বঞ্চিত করছেন। শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য তো প্রায়ই বঞ্চনার অভিযোগ চিঠি দেন। প্রধানন্ত্রী যখন ডাকেন, তখন উনি যান না। আমার মনে হয় হিসেব দেওয়ার ভয়ে।''


কেন্দ্রীয় সরকার আগের চেয়ে বেশি বরাদ্দ দিচ্ছে বলে দাবি করেন দিলীপ। তাঁর কথায়,''ওনাকে বঞ্চিত করার কোনও দরকার নেই। কেন্দ্র থেকে আগের চেয়ে বেশি টাকা আসছে। অথচ উনি খরচ করতে পারছেন না। টাকা ফিরে যাচ্ছে। খরচ করলে হিসেব দেখাতে পারছেন না।''  


মোদীকে দেওয়া চিঠিতে মমতা লিখেছেন,''কেন্দ্রীয় সরকারের  অনুদানের ৩৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। বাকি রয়েছে বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রীয় শেয়ারের অর্থ। ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত এই অর্থের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় করের শেয়ার প্রায় ১১ হাজার কোটি টাকা। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় অনুদানের পরিমাণ প্রায় ৩৬ হাজার কোটি টাকা ও জিএসটি বাবদ পাওনা প্রায় আড়াই হাজার কোটি টাকা।'' 


আরও পড়ুন- বাজেটে মুসলিমদের বরাদ্দ বেশি, মমতা সকালে নমাজ পড়েন, বিকেলে পুজো দেন: দিলীপ