নিজস্ব প্রতিবেদন: 'কাউকে রেয়াত নয়'। নবান্নে সাংবাদিক সম্মেলন করে যখন ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), তখন ফের সরকারকে কাঠগড়ায় তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্পষ্টতই বললেন, 'মুখ্যমন্ত্রী আসরে নেমেছেন। সিট গঠনের উদ্দেশ্য হল নেতাদের বাঁচানো'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তোলপাড় গোটা রাজ্যে। সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর আগে স্বাস্থ্য সচিবের সঙ্গে সাক্ষাতের পর যেদিন বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন তিনি, সেদিন টিকাকাণ্ডের তদন্তে ১০ সদস্যের বিশেষ তদন্তকারীরা দল বা সিট গঠন করে কলকাতা পুলিস। গোটা ঘটনায় এই বৃহত্তর ষড়যন্ত্রে বিষয়টি সিটের সদস্যরা খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: দেবাঞ্জনের হাত দিয়ে কি বিদেশে গিয়েছে টাকা? এবার খতিয়ে দেখবে ED


এদিন উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরলেন দিলীপ ঘোষ। শিয়ালদহ স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'ভুয়ো টিকাকাণ্ডে সিট গঠন করে কোনও লাভ নেই। সারদা-সহ একাধিক ঘটনায় আগেও সিট গঠন করা হয়েছিল। পরিণতি কী হয়েছিল, আমরা জানি'। দিলীপের অভিযোগ, 'মুখ্যমন্ত্রী আসরে নেমেছে। সিট গঠনের উদ্দেশ্যই হল নেতাদের বাঁচানো'। 


এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের মাঝেই আবার রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বিস্ফোরক অভিযোগ, ১৯৯৬ সালের জৈন হাওয়ালা কেলেঙ্কার চার্জশিট নাম ছিল জগদীপ ধানখড়ের। জেনে-বুঝে উত্তরবঙ্গকে অশান্ত করতে চাইছেন তিনি। দিলীপের পাল্টা, 'নিজের দলই দুর্নীতির পাঁকে জড়িয়ে গিয়েছে। আ রাজ্য়পালের দুর্নীতির দুর্নীতির খুঁজে বের করছেন মমতা'!


আরও পড়ুন:Fake Vaccine Case:গ্রেফতার দেবাঞ্জনের খুড়তুতো ভাই, ভুয়ো টিকা ক্যাম্পের কম্পাউন্ডার


প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফর শেষে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর  কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছেন রাজ্যপাল। হুঁশিয়ারি দিয়েছেন, '২০১৭ থেকে জিটিএ-তে কোনও অডিট হয়নি। আমার ক্ষমতা রয়েছে। ক্যাগ (CAG)-কে দিয়ে যাতে স্পেশ্যাল অডিট করানো যায়, সেই ব্যবস্থা করব আমি।' এরপর রাজ্য়পালের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)