নিজস্ব প্রতিবেদন: সংখ্যালঘুদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তৃণমূল। রবিবার রাজ্য বিজেপির দফতরে সাংবাদিক বৈঠকে এমন অভিযোগই করলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতির দাবি, সংখ্যালঘুদের বোড়ে হিসেবে ব্যবহার করছে শাসক দল। এনিয়ে সংখ্যালঘু সমাজকে এবার চিন্তাভাবনা করতে হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যজুড়ে মিলছে হিংসার খবর। ভাটপাড়া রীতিমতো হয়ে উঠছে যুদ্ধক্ষেত্র। গতকালও পুলিসের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে বিজেপি। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন এক ছাত্র-সহ দুই বিজেপি কর্মী। রাজ্যে অশান্তির জন্য মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,''লাগামছাড়া কথা বলছেন তৃণমূল নেতারা। দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছেন মুখ্যমন্ত্রী। পুলিস সামলাতে পারছে না। মানুষের রাগ সরকারের উপরে আছড়ে পড়ছে। রাজ্যে আইনশৃঙ্খলা নেই। মারপিট, খুনোখুনি হয়েই চলেছে''।                    



রাজ্যে অশান্তি ছড়াতে মুসলিম যুবকদের শাসক দল ব্যবহার করছে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,''সংখ্যালঘুদের বোড়ে হিসেবে ব্যবহার করছে তৃণমূল। তাঁরা মারা যাচ্ছেন, নয়তো মারছেন। কোনও রাজনৈতিক পার্টির হাতিয়ার হওয়া উচিত নয়। এখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজতে হবে সংখ্যালঘু সমাজকে।'' 


ভাটপাড়ায় পুলিসকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সেটা মেনে নিয়ে বিজেপির রাজ্য সভাপতির ব্যাখ্যা, পুলিসকে লোকে টার্গেট করছে। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ গিয়ে পড়ছে পুলিসের উপরে। এর সমাধান কোথায়। ভাটপাড়ায় ডিজি ঢুকতে পারছেন না। সিবিআই তদন্ত দাবি করছি।


রাজ্যে কি রাষ্ট্রপতি শাসনের দাবি জানাবে বিজেপি? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, বাংলায় লাগাতার হিংসা চলছে। বাংলার মানুষই ৩৫৬ ধারা চাইছেন। 


আরও পড়ুন- মমতার সততা দেশের কাছে পৌঁছে দিতেই 'কাটমানি' গান, ব্যাখ্যা নচিকেতার