নিজস্ব প্রতিবেদন: পুরাণেই রয়েছে ভাইরাসের কথা। শনির প্রকোপে করোনাভাইরাস ছড়িয়েছে বলে দাবি করলেন দিলীপ ঘোষ। শরীর সুস্থ রাখতে নিম পাতার রস খাওয়ার পরামর্শও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন,''পিৎজা, বার্গার,পাস্তা যাঁরা খান, তাঁরাই আক্রান্ত হয়েছেন। পাস্তা খেলে পস্তাতে হবে। নিম পাতার রস খান।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনাভাইরাস নিয়ে বলতে গিয়ে আরও একবার সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাস্যকৌতূকের রসদ দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ''একটা ভিডিয়ো দেখলাম কাল, পুরাণে ভাইরাসের কথা বলা হয়েছে। যে বছর শনির প্রকোপ বাড়ে, তখন এই ধরণের মহামারী হয়। দু'মাস প্রকোপ থাকবে। ৩-৪ মাসের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ২৫ মার্চ প্রকোপ সবচেয়ে বেশি হবে।'' 


করোনাভাইরাসের প্রতিষেধক নিয়েও প্রাচীন ভারতীয় চিকিত্সায় ভরসা করতে চান দিলীপবাবু। তাঁর কথায়,''আমি একটা মনসা পুজোতে গিয়ে বলেছিলাম, নিমের রস, থানকুনির রস খেয়ে আমরা বড় হয়েছি, এটা ভারতীয় সংস্কৃতি, পরম্পরা।  তাই এখানে করোনার প্রকোপ কম। ফ্লু, পোকামাকড়ের আক্রমণ থেকে আমরা মোকাবিলা করে এসেছি। জানি এটা নিয়ে এখনই সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি শুরু হয়ে যাবে।'' 


দিলীপবাবু আরও বলেন,''আমরা প্রাকৃতিক চিকিৎসায় দীর্ঘদিন বিশ্বাস করে এসেছি।  টোটকা, জরিবুটি খেয়ে যাঁরা বিশ্বাস করেছে, তাঁরা সুস্থ আছে। আমরা সিজন অনুযায়ী খাবার বদলাই। এখন গরম পড়ছে বলে, নিমপাতা, নিমফুল ভেজে খাব। অতি আধুনিক হতে গিয়ে ছেলে মেয়েদের সর্বনাশ করবেন না। পাস্তা খেলে পস্তাতে হবে। নিম পাতার রস খান। পিৎজা, বার্গার,পাস্তা যাঁরা খান, তাঁরাই আক্রান্ত হয়েছেন।''


আরও পড়ুন- ৩১ মার্চ পর্যন্ত বন্ধ হোক বাইরের রাজ্য থেকে আসা ট্রেন, রেলকে চিঠি নবান্নের