নিজস্ব প্রতিবেদন: মিছিল, রাস্তা আটকে বিক্ষোভ, কুশপুতুলে আগুন। দার্জিলিঙে দিলীপ ঘোষদের হেনস্থার প্রতিবাদে রাজ্যজুড়ে শক্তি দেখাল বিজেপি। পাল্টা পথে নামছে তৃণমূলও। কাল দুপুর ১টা থেকে ২টো কলকাতা-সহ সারা রাজ্যে প্রতিবাদ মিছিল করবে তারা। পাল্টা পোড়ানো হবে প্রধানমন্ত্রীর কুশপুতুল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- স্বাস্থ্য নিয়ে যোগী আদিত্যনাথকে বেনজির টুইট আক্রমণ সিপিএমের


মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে হাজরা মোড়ে বিক্ষোভ। বিক্ষোভের জেরে হাওড়া ব্রিজে ব্যাহত যান চলাচল। দিনের ব্যস্ত সময়ে মহাত্মা গান্ধী রোডে অবরোধ। পাহাড়ে দিলীপ ঘোষদের মারধরের প্রতিবাদ। বিজেপি নেতা-কর্মীদের মিছিল, জমায়েত, সরকার-বিরোধী স্লোগানে সরগরম শহর। পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুতুল।


দিল্লিতে তৃণমূল সাংসদদের কালো পতাকা, আরও কর্মী নিয়ে পাহাড়ে যাওয়ার হুমকি। দিলীপ ঘোষদের ওপর আক্রমণের ঘটনাকে সামনে রেখে শহরের রাস্তায় শক্তি দেখাল বিজেপি। কলকাতার পাশাপাশি প্রতিবাদ, অবস্থান, বিক্ষোভ চলল জেলাতেও। নানা জায়গায় পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। 


পোড়ানো হয় কুশপুতুল। পুলিস গিয়ে অবরোধ সরিয়ে দেয়। বিক্ষোভে ব্যাহত হয় যান চলাচল। পাহাড়ে দিলীপ ঘোষদের হেনস্থায়, পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করার সুযোগ বিজেপি পেয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।