নিজস্ব প্রতিবেদন : গতকাল দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল করলেন বিজেপি রাজ্য সভাপতি। শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগের সম্ভাবনা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে, দিলীপ ঘোষ স্পষ্ট জানান, "দরকার নেই আমাদের এমন লোক। অনেক লোক আছে।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাসকদলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বলেন, "তৃণমূলে মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে। পদত্যাগ একজনের না, আরও হবে। তৃণমূলের পতন শুরু হয়ে গিয়েছে। এটা তো সবে শুরু। জনবিরোধী নীতি, দুর্নীতির জন্য এবার ধীরে ধীরে ধবংসের দিকে এগোবে তৃণমূল।"  


আরও পড়ুন, "এক মহিলার পাল্লায় পড়ে সব শেষ, আমি আজও ওনাকে ভালোবাসি"


প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। কাজকর্ম নিয়ে গতকাল বিধানসভায় মুখমন্ত্রীর ধমকের মুখে পড়েন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রীর কক্ষে মিনিট দশেক দুজনের মধ্যে একান্তে কথা হয়। তখনই নেত্রীর ধমকের মুখে পড়েন শোভন চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের জেরে রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব কোনওটাই তিনি ঠিকমতো পালন করতে পারছেন না বলে, শোভন চট্টোপাধ্যায়কে সাফ জানান মুখ্যমন্ত্রী।


এরপর নবান্নে দমকল দফতরের অনুষ্ঠানেও মঞ্চে শোভন চট্টোপাধ্যায়কে রাগত স্বরে কিছু বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তারপর সাংবাদিক বৈঠকে না গিয়ে নিজের ঘরে চলে যান শোভন চট্টোপাধ্যায়। ঘর থেকে বেরিয়ে সোজা মুখ্যমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি গৌতম স্যানালের কাছে গিয়ে তাঁর হাতে মুখবন্ধ খামে ইস্তফাপত্র তুলে দেন শোভন চট্টোপাধ্যায়। এরপর বেরিয়ে যান নবান্ন ছেড়ে।


আরও পড়ুন, ‘শুভবুদ্ধির উদয় হবে, বাবা ঠিক ফিরবে’, শোভন নিয়ে আশাবাদী ছেলে ঋষি


মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই কানাঘুষো শুরু হয়ে যায়, শোভন চট্টোপাধ্যায় কি এবার তৃণমূল কংগ্রেস থেকেও পদত্যাগ করবেন? ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই কি তবে পদ্ম শিবিরে যোগ দেবেন শোভন চট্টোপাধ্যায়? গতকালই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এপ্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল।


তখন দিলীপ ঘোষ বলেছিলেন, "কেউ আমাদের দলে আসতে চাইলে, অবশ্যই আসতে পারেন। আমাদের তো কোনও বাধা নেই। তবে একটা বিষয়, আমরা এক্ষেত্রে জাল বিছিয়ে রেখেছি। সব কিছু খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।" কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ১৮০ ডিগ্রি অবস্থান বদল করলেন বিজেপি রাজ্য সভাপতি। যদিও, শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে চাইলে আরএসএস-এর তরফে আপত্তি নেই বলে সূত্রে খবর।