অয়ন ঘোষাল: বুধবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি নেতা এবং সাংসদ দিলীপ ঘোষ। এখানেই সাংবাদিকদের সঙ্গে দেখা করেন তিনি। রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন বিষয়ে কড়া ভাষায় তীব্র আক্রমণ করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ট্রেনে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়


এই প্রসঙ্গে তিনি বলেন, ‘উত্তরে এবং জঙ্গলমহলে বারেবারে যাচ্ছে, কারণ তৃণমূল কোথায় আছে, দেখতে যাচ্ছে। নদীয়া, মুর্শিদাবাদ যায়না। জানে এগুলো মারপিট করে জিতে নেব। উত্তর আর দক্ষিণ, তৃণমূল উপড়ে গিয়েছে। মানুষ ঠিক করেছে, একটা আসনও দেবে না। চেষ্টা করছে। নিজের লোক লুঠপাট করে নিয়েছে। জন সংযোগ করে আর কি লাভ? ধীরে ধীরে নিচে আসছেন। হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন। এরপর বাসে করে যাবেন।


বুধবার ময়নায় বনধ


বনধ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে ভাবে আমাদের কর্মীরা টার্গেট হচ্ছে, আমরা এভাবেই প্রতিবাদ করব। সাধারণ মানুষ ভয়ে আছে। এটা আমাদের গণতান্ত্রিক প্রতিবাদ।


আরও পড়ুন: Primary TET: শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে 'ভুয়ো সার্টিফিকেট'! কী বললেন পর্ষদ সভাপতি?


তৃণমূল মহিলা কংগ্রেসের ধর্না


দিলীপ ঘোষ বলেন, ‘একবার শ্যামাপ্রসাদের মূর্তির নিচেও বসুন। তাহলে যদি কিছু হয়। গান্ধী মূর্তির নিচে বসে হল না। আম্বেদকর মূর্তির নিচে বসে হয়নি। পার্লামেন্টে শীতে আম্বেদকর মূর্তির নিচে বসে রোদ পহালেন। কি হল? ওনারা কর্মসূচি ঘোষনা করেন। কোথাও হয়না। আগের রেকর্ড এবার ভাঙুক।


দণ্ডীকাণ্ডে ড্যামেজ কন্ট্রোল অভিষেকের


এই প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, ‘যিনি এটা করালেন, তাকে কি পুলিস গ্রেফতার করেছে? তাকে পদ থেকে সরানো হয়েছে? তিনি যে সামাজিক অপরাধ করেছেন, আদিবাসীদের যেভাবে অপমান করেছেন, তার জন্য তো আইন আছে। তাকে কিছু না করে চাপা দিতে অন্য কাউকে ধরে নিয়ে আসা হয়েছে’।


আরও পড়ুন: Mamata Banerjee: 'অর্মত্য সেনকে উচ্ছেদ করতে এলে, বুলডোজারের সামনে বসে পড়বেন তৃণমূলকর্মীরা'!'!


তিনি আরও বলেন, ‘আগে তাকে জেলে ঢোকানো হোক। মানুষ ওদের ডোন্ট কেয়ার করে দিয়েছে। তাই রাস্তায় নামতে হচ্ছে। বিএসএফ যখন গরু পাচারকারীকে গুলি করে, তখন তার বাড়িতে অভিষেক গিয়ে চোখ মুছিয়ে দেন। ওদের পুলিস যাদের গুলি চালিয়ে হত্যা করেছে, তাদের শান্তনা দিতে কেন যান না? জানেন, পরিণাম কি হবে’।


বিরোধি ঐক্যে শান মমতার


ঐক্য প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, ‘উনি এখান থেকে বার্তা দিচ্ছেন। একবার ওখানে গিয়ে দেখুন কি অবস্থা। কাল সবচেয়ে বড় নেতা শরদ পওয়ারের উইকেট পড়ে গিয়েছে। নীতিশ বাবু কি করবেন জানি না। প্রতি ভোটে তার আসন কমছে। উনি কি আগামি ভোটে কেজরিওয়ালের মতো হয়ে যাবেন?’


তিনি আরও বলেন, ‘উনি স্বপ্ন দেখছেন, আর পায়ের তলায় মাটি নেই। এমন লোকও প্রধানমন্ত্রী হতে চাইছে, যার হাতে একটাও সাংসদ নেই। এই ধরনের ড্রামা প্রতি ইলেকশনে হয়। মমতা বেশি লাফালাফি করছেন না। ভাবছেন গত লোকসভায় এক ডজন কমে গেছে, এবার হয়তো আরও এক ডজন কমবে’।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)